আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৭ এপ্রিল:
লকডাউনের সময় মানুষকে ঘরে থাকার আবেদন জানিয়ে দেওয়াল লিখন শুরু করল রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েত। একই সঙ্গে করোনা ভাইরাস নিয়ে সতর্কতা মূলক কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে সে বিষয়েগুলিও দেওয়াল লিখনে উল্লেখ থাকছে।
কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান প্রশান্ত দাস জানিয়েছেন, করোনা মোকাবিলায় দেশে লকডাউন চললেও সাধারণ মানুষ লকডাউনকে উপেক্ষা করে কারণে অকারণে ঘর থেকে বাইরে বেরিয়ে পড়ছেন। মানুষ যাতে লকডাউন মেনে ঘরে থাকেন সে বিষয়ে সচেতন করতেই গ্রামপঞ্চায়েতের প্রতিটি বুথে আপাতত একটি করে দেওয়া লিখন করা হবে বলে প্রশান্তবাবু জানিয়েছেন।করোনা ভাইরাসের মোকাবিলায় সরকারিভাবে ব্যপক প্রচারের পরও সাধারণ মানুষ তেমন আমল না দিয়ে রাস্তায় বেরিয়ে পড়ছেন।মানুষকে সতর্ক করতেই এই উদ্যেগ বলে কমলাবাড়ির প্রধান জানিয়েছেন।