সুরে সুরে আশা জাগানোর চেষ্টা পুলিশের

আমাদের ভারত, মেদিনীপুর, ৭ এপ্রিল: লকডাউনের মাঝে সুরে সুরে সাধারণ মানুষষের মনে আশা জাগাল পুলিশ। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের কর্মীরা শহরের রাস্তায় নিরাপদ দূরত্ব বজায় রেখে গোল হয়ে দাঁড়িয়ে মুখে তুলে নেয় বাঁশি ও অন্যান্য বাদ্যযন্ত্র। সম্মিলিতভাবে তারা সুর তোলেন ‘আমরা করব জয় নিশ্চয়’। সেই পরিচিত গান ‘উই শ্যাল ওভার কাম’। সেই সঙ্গে চলে হাত তালি। এভাবেই করোনা সচেতনতার পাশাপাশি মানুষের মনে আশা জোগাচ্ছে জেলা পুলিশ। সেই সঙ্গে বেশ কিছুটা বিনোদনও ছুঁয়ে যাচ্ছে সাধারণ মানুষের মন। মেদিনীপুর শহরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে পুলিশের পক্ষ থেকে ছড়িয়ে দেওয়া হয় আশা ও সুর।

অন্যদিকে, মঙ্গলবার খড়গপুরেও পুলিশের পক্ষ থেকে রণপা’র মাধ্যমে সচেতনতা প্রচারের উদ্যোগ নেওয়া হয়। রণপায়ে হাঁটতে গেলে এক কদমের পর আরেক কদম অনেকটা দূরে পড়ে। এভাবেই রণপার কদমে দেওয়া হয় সোশ্যাল ডিসটেন্স- এর বার্তা। রণ পা-এ যাঁরা হাঁটছিলেন তাদের সকলের গলায় ঝুলতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল লকডাউনে বাড়িতে থাকার ও নিরাপদ দূরত্ব বজায় রাখার বার্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *