আমাদের ভারত, ব্যারাকপুর, ২ নভেম্বর: বাংলাদেশে চিন্ময় প্রভুর নিঃশর্ত মুক্তি এবং সনাতনীদের ওপর নির্মম অত্যাচারের প্রতিবাদে ব্যারাকপুরে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে ধিক্কার মিছিলের ডাক দেওয়া হয়েছিল। রবিবার বিকেলে ধিক্কার মিছিলটি ব্যারাকপুর স্টেশন চত্বর থেকে শুরু হয়ে এসএন ব্যানার্জি রোড ধরে চিড়িয়া মোড়ে পৌঁছায়। এরপর ফের একই পথ ধরে ব্যারাকপুর স্টেশন চত্বরে এসে মিছিলটি শেষ হয়।
এদিনের মিছিলে সনাতনী হিন্দুদের জাগ্রত হবার পাশাপাশি সতর্ক হবার বার্তা দিলেন বিশ্ব হিন্দু পরিষদের নেতারা। মিছিল শেষে ব্যারাকপুর জেলা বিশ্ব হিন্দু পরিষদের সম্পাদক পিনাকী চ্যাটার্জি বলেন, বাংলাদেশে সনাতনী হিন্দুদের ওপর অকথ্য নির্যাতন সহ তাদের বাড়ি ঘরে ভাঙ্গচুর করা হচ্ছে। হিন্দু মহিলাদের ওপর নির্যাতন হচ্ছে। এছাড়াও সনাতনী মঞ্চের চিন্ময় প্রভুর নিঃশর্ত মুক্তির দাবিতে বিশ্ব হিন্দু পরিষদ পথে নেমে প্রতিবাদে সোচ্চার হয়েছে। আগামী দিনে যদি এই ধরনের ঘটনা বৃদ্ধি পায় তাহলে আন্দোলন আরও তীব্রতর হবে বলে তিনি জানান।