স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২ এপ্রিল: এলাকার একটি বেসরকারি পোলট্রি ফার্মের জন্য দুর্গন্ধ ও মাছির উপদ্রবে গ্রামের মানুষ অসুস্থ হয়ে পড়ায় শনিবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল এলাকার কয়েকটি গ্রামের বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে ইটাহার থানার দুর্গাপুর অঞ্চলের ভেন্ডাবাড়ি গ্রামে।
গ্রামের মানুষের অভিযোগ, এলাকার একটি বেসরকারি পোলট্রি ফার্মের দুর্গন্ধে এবং মাছির উপদ্রবে অতিষ্ট হয়ে পড়ছেন সাধারণ মানুষ। ফলে অসুস্থ বোধ করছেন তারা। এব্যাপারে বার বার অভিযোগ জানানো হলেও কোনও লাভ হয়নি। সেই কারণে পোলট্রি ফার্মটি বন্ধের দাবিতে রাস্তা অবরোধ করা হয় এদিন।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইটাহার থানার পুলিশ ও স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য হিরন্ময় বসু। অবশেষে পুলিশি আশ্বাসে আন্দোলন তুলে নেন বিক্ষোভকারীরা।
তবে পোলট্রি ফার্মের এক কর্মী বলেন, নিয়মিত পরিষ্কার করা ও মেডিসিন ব্যবহার হয় ফার্মটিতে। বিষয়টি মালিক পক্ষকে জানানো হবে।
অন্যদিকে, পঞ্চায়েত সদস্য হিরন্ময় বসু বলেন, মানুষকে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে একথা সত্যি। বিষয়টি বিডিওকে লিখিত আকারে জানানো হবে।