আশিস মণ্ডল, রামপুরহাট, ২৮ ফেব্রুয়ারি: বিশ্ব শান্তি ও দেশবাসীর মঙ্গল কামনায় তারাপীঠে পুজো দিলেন দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। শুক্রবার দিল্লি থেকে বিমানে করে পানাগড় পৌঁছোন ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। তারপর সেখান থেকে বায়ুসেনার চপারে চড়ে বীরভূম-ঝাড়খণ্ড সীমানার বায়ুসেনার সুঁড়িচুয়া এয়ারবেসে নামেন। সেখান থেকে সড়কপথে ১০:৪৫ নাগাদ মহা সিদ্ধ পীঠ তারাপীঠ মন্দিরে সস্ত্রীক আসেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। সেই উপলক্ষে রামপুরহাট থেকে তারাপীঠ মন্দির চত্বর পর্যন্ত নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়।
উপ রাষ্ট্রপতির পুরোহিত অমিত কুমার চট্টোপাধ্যায় বলেন, “উপ রাষ্ট্রপতি সস্ত্রীক মাকে চুনরি, শাড়ি ও মালা পরান, পুষ্পাঞ্জলি দেন। মন্দির গর্ভগৃহে সাকুল্যে পাঁচ থেকে সাত মিনিট ছিলেন। আমি পুরোহিত হিসেবে গর্বিত তাঁর মতো বিরাট মাপের মানুষের পুরোহিতের কাজ করতে পেরে।”
পুজো শেষে সাংবাদিকদের সামনে উপরাষ্ট্রপতি বলেন, “আমি নিজেকে ধন্য বোধ করছি মায়ের পুজো দিতে পেরে। এই রকম ধর্মীয় স্থান প্রেরণামূলক। বিশ্বশান্তির জন্য এবং দেশবাসীর জন্য মঙ্গল কামনা করেছি।
বীরভূম জেলা পুলিশ সুপার আমনদীপ সহ বীরভূম জেলাশাসক বিধান রায় এবং প্রশাসনের অন্যান্য আধিকারিকরা তারাপীঠ মন্দিরে উপস্থিত ছিলেন।