Ghatal, Shilavati river, শিলাবতী নদীর জল বেড়ে প্লাবিত ঘাটালের বিস্তীর্ণ এলাকা, দুশ্চিন্তায় বাসিন্দারা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩০ আগস্ট: বর্ষা আসতেই ফের ভাসল পশ্চিম মেদিনীপুরের ঘাটাল। শিলাবতী নদীর জল বেড়ে যাওয়ায় প্লাবিত ঘাটাল পৌর এলাকা। জলে ডুবেছে রাস্তাঘাট। নৌকা ও ডিঙি করে যাতায়াত করছেন সাংসদ দেবের সংসদীয় এলাকার লোকজন।

জানা যাচ্ছে, ঘাটাল পৌরসভার ৫, ৯, ১০ নম্বর ওয়ার্ড, সেখানে কয়েকদিন আগেই শিলাবতী নদীর জল বেড়ে প্লাবিত হয়েছিল ঘাটাল পৌর এলাকার বিস্তীর্ণ অঞ্চল। বন্যার জল আরও বাড়তে পারে সেই আশঙ্কায় দুশ্চিন্তায় রয়েছে ঘাটালের বানভাসী মানুষজন। অপর দিকে চন্দ্রকোনা দু’ নম্বর ব্লকের ভগবন্তপুর ১ গ্রাম পঞ্চায়েতের খসকিরা এলাকায় শিলাবতী নদীর জলে ডুবেছে কাঠের সাঁকো। ডুবে যাওয়া সাঁকোর উপর দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত।

এলাকারা বাসিন্দা যুগল মান্না বলেন, “দীর্ঘদিন ধরেই এই অবস্থা চলছে। একটু বৃষ্টিতেই চলাচলের পথ বন্ধ হয়ে যায়। এই ব্রিজ ডুবে যায় বলে পারাপার করতে পারছি না। শরীর খারাপ হলে কেউ যে হাসপাতাল যাবে তাও পারছি না। এই ব্রিজ দিয়ে বহু মানুষ যাতায়াত করেন। তবে ডুবে গিয়েছে বলে জলবন্দি হয়ে বাড়িতে বসে আছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *