Modi, শনিবার বিচার বিভাগীয় আধিকারিকদের সম্মেলনের উদ্বোধন করবেন মোদী

আমাদের ভারত, ৩০ আগস্ট: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার জেলা বিচার বিভাগীয় আধিকারিকদের জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। সুপ্রিম কোর্টের ৭৫ বছর উপলক্ষে এই অনুষ্ঠানে একটি ডাকটিকিট এবং স্মারক মুদ্রা প্রকাশ করবেন তিনি।

শুক্রবার প্রেস ইনফরমেশন ব্যুরো এ খবর জানিয়ে লিখেছে, “সকাল ১০টায় নতুন দিল্লির ভারত মণ্ডপম-এ হবে অনুষ্ঠান। ভারতের সুপ্রিম কোর্টের আয়োজনে দু’দিনের এই সম্মেলনে থাকছে ৫টি অধিবেশন। আলোচনা হবে জেলাস্তরে বিচার বিভাগের পরিকাঠামো, মানবসম্পদ, সকলের ব্যবহারযোগ্য আদালত কক্ষ, বিচার বিভাগীয় আধিকারিকদের নিরাপত্তা, প্রশিক্ষণ, মামলা সংক্রান্ত ব্যবস্থাপনা এবং সার্বিক কল্যাণ প্রসঙ্গে।

ভারতের প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতিগণ, কেন্দ্রীয় আইন প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত), ভারতের অ্যাটর্নি জেলারেল, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, বার কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান প্রমুখ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *