Valentine’s Day, Saraswati Puja, Rose, ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে ও সরস্বতী পুজো একসঙ্গে পড়ায় গোলাপের দাম ঊর্দ্ধমুখী

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ ফেব্রুয়ারি: রোজ সপ্তাহের প্রথম দিনে প্রকৃতির খামখেয়ালিপনায় হঠাৎ করে গরম পড়ে যাওয়ার কারণে গোলাপের উৎপাদন বেশ বেড়ে গিয়েছিল। ফলস্বরূপ মিনিপল ভ্যারাইটি গোলাপের দাম বেশ কম ছিল। তবে ডাচ গোলাপ সহ হলুদ, গোলাপী, সাদা রঙের গোলাপের দাম তুলনামূলকভাবে বেশি ছিল। তবে পরশু দিন ভ্যালেন্টাইন ডে এবং সরস্বতী পুজো একসঙ্গে পড়ায় বর্তমানে গোলাপের দাম ঊর্দ্ধমুখী।

সারা বাংলা ফুলচাষি ও ফুলব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন, রাজ্যে রোজ সপ্তাহ ও শেষ দিন ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে মিলিয়ে প্রায় ৫০ লক্ষ গোলাপ ফুলের চাহিদা থাকে। কলকাতার মল্লিকঘাট সহ জেলার বিভিন্ন ফুলবাজারগুলিতে আজ মিনিপল সহ সব রঙয়ের গোলাপ ফুলের দাম ঊর্দ্ধমুখী।

মল্লিকঘাটের পাইকারি ফুলবাজারে আজ মিনিপল লাল গোলাপের কুঁড়ি বিক্রি হয়েছে প্রতি পিস চার টাকা। হলুদ গোলাপের কুঁড়ি প্রতি পিস বারো টাকা, গোলাপী রঙয়ের গোলাপের কুঁড়ি প্রতি পিস ষোল টাকা, সাদা রঙের গোলাপের কুঁড়ি প্রতি পিস কুড়ি টাকা, ম্যাটগোল্ড প্রজাতির গোলাপের কুঁড়ি প্রতি পিস দশ টাকা দরে বিক্রি হয়েছে। অন্যদিকে ডাচ গোলাপ আজ বিক্রি হয়েছে প্রতি পিস ৩০ টাকা করে।

মূলতঃ পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া, কোলাঘাট, পশ্চিম মেদিনীপুর, দাসপুর, মাদপুর, হাওড়া জেলার বাগনান ব্লকে ব্যাপক পরিমাণে মিনিপল গোলাপ ফুলের উৎপাদন হয়। অন্যদিকে হাওড়া জেলার বাগনাান ব্লকে ম্যাটগোল্ড প্রজাতির গোলাপ ফুলের চাষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *