আমাদের ভারত, জলপাইগুড়ি, ৮ জানুয়ারি:জলপাইগুড়ি সাব ডিভিশনে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়ে জরুরি বৈঠক হলো। বুধবার হাকিম পাড়ার ডিআরডিসি দফতরে সদর মহকুমাশাসক তমোজিৎ
চক্রবর্তীর উপস্থিতিতে সাব ডিভিশনাল মনিটরিং কমিটির বৈঠক হলো।
এ দিনের বৈঠকে সেচ, টুরিজম, মৎস্য, ভূমি, কৃষি, শিক্ষা দফতরের প্রতিনিধিরা ছিলেন। বৈঠকে বিভিন্ন দফতরে কাজের ক্ষেত্রে সুবিধে অসুবিধে নিয়ে আলোচনা হয়৷ বিভিন্ন ধর্মীয় স্থানকে নিয়ে সার্কিট টুরিজম করার উদ্যোগ নেওয়া হচ্ছে, সেই সঙ্গে রয়েছে হেরিটেজের বিভিন্ন জায়গা। শিক্ষা দফতরের যেসব খামতি রয়েছে সেগুলো দ্রুত পূরণ করতে বলা হয়েছে বৈঠকে। এ ছাড়া হর্টিকালচার দফতরের বিভিন্ন সরকারি সুযোগ সুবিধেগুলি তুলে ধরতে সচেতনতা প্রচারে জোর দিতে বলা হয়। মৎস্য দফতর নিয়ে আলোচনা হয়। তিস্তা, করলা ও জলঢাকা নদীর বাঁধের কাজের গতি কতটা এগিয়েছে শহরের বুক চিরে বয়ে যাওয়া করলা নদীর ড্রেজিং নিয়ে পরিকল্পনা করা হয়েছে বলে জানালেন সদর মহকুমাশাসক তমোজিৎ চক্রবর্তী।