আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২৮ ডিসেম্বর: জলঙ্গিতে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু। অগ্নিদগ্ধ অবস্থায় গৃহবধূর মৃতদেহ উদ্ধার হয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল সোমবার সকালে। পুলিশ জানিয়েছে মৃত গৃহবধূর নাম সাহেনা বিবি, বয়স ৪৫ বছর।
মুর্শিদাবাদের জলঙ্গি থানার ঘোষপাড়া গ্রামে বাসিন্দা সাহেনা বিবি (৪৫) তিন সন্তানের মা। সাহেনা বিবি বাবার বাড়ি জলঙ্গি থানার ফরাজী পাড়ায়।
ঘটনা সুত্রে জানা যায়, সাহেনা বিবির স্বামী ছাদেক মন্ডল। দীর্ঘদিন ধরে সুগারের কারণে তার দুই চোখ অন্ধ হয়ে যায়। সেই কারণেই শ্বশুর বাড়ির ভাত খাব না বলে মাঝে মাঝে বাবার বাড়ি চলে যান, আবার বুঝিয়ে শুনিয়ে শ্বশুর বাড়িতে পাঠানো হয়। একই ভাবে তিন মাস আগে বাবার বাড়িতে চলে গিয়েছিলেন। গতকাল রাতে আবার শ্বশুর বাড়িতে পাঠানো হয়। সোমবার সকাল সাড়ে ছটা নাগাদ প্রতিবেশীরা দেখতে পান দাউ দাউ করে ঘরে আগুন জ্বলছে। তড়িঘড়ি তালা ভেঙ্গে আগুন নেভানোর চেষ্টা করা হয়। প্রতিবেশীদের বক্তব্য, কেরোসিন ঢেলে গায়ে আগুন লাগিয়ে দেন সাহেনা বিবি।
ঘটনার খবর পেয়ে পৌঁছয় জলঙ্গি থানার পুলিশ প্রশাসন। জলঙ্গী থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কি কারনে এই অগ্নিদগ্ধ তার তদন্ত শুরু করেছে পুলিশ।