আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৮ ডিসেম্বর: একই রাতে একই এলাকাতে দুটি বড় ধরনের চুরির ঘটনা ঘটলো| ঘটনা দুটি ঘটেছে বনগাঁ থানার ঢাকাপাড়া এলাকায়| আর এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো স্থানীয় এলাকায়|
বনগাঁ ঢাকা পাড়ার বাসিন্দা সেবানন্দ গোস্বামী। বাড়ির কাছেই ” সদানন্দ সেবাশ্রম ” নামে রাধাগোবিন্দ মন্দিরের সম্পাদক তিনি| আজ সোমবার ভোরে মন্দিরের পূজারীর মুখ থেকে খবর পান চুরি হয়ে গেছে। তিনি ছুটে গিয়ে দেখেন মন্দিরের সদর দরজার তালা ভাঙ্গা৷ মন্দিরের ভেতর থেকে রাধাগোবিন্দের বিগ্রহের প্রায় কুড়ি ভরি রূপার অলঙ্কার ও টাকা সমেত প্রনামী বাক্স রাতের অন্ধকারে চুরি করে নিয়ে গেছেI মোট প্রায় পনের হাজার টাকার জিনিস ও অর্থ চুরি হয়েছে বলে জানিয়েছেন সেবানন্দ গোস্বামী।
একইভাবে এই রাধাগোবিন্দ মন্দিরের সামনে শীতলা মন্দিরেও চুরি হয়েছে। মন্দিরের মালিক নারায়ণ দাস ঘুম থেকে উঠে দেখেন যে মন্দিরের দরজার তালা ভাঙ্গা| মন্দিরের বিগ্রহের সোনার অলঙ্কার, হীরের নাকছাবি নিয়ে প্রায় আট হাজার টাকার জিনিস রাতের অন্ধকারে চুরি করে নিয়ে যায়| দুটি চুরির ক্ষেত্রেই বনগাঁ থানায় অভিযোগ জানানো হয়েছে|