আমাদের ভারত, কলকাতা, ২৬ জানুয়ারি: প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি), কলকাতা মর্যাদা ও সম্মানের সাথে রবিবার প্রজাতন্ত্র দিবস পালন করল।
সংস্থার দুই সহকারী পরিচালক শ্রীজাতা সাহা সাহু ও সৈকত সরকার এবং প্রশাসনিক কর্মকর্তা অক্ষয় প্রসাদ বিসওয়াল ভারতীয় তেরঙ্গা উন্মোচন করেন। দেশের মানচিত্রের আদলে তেরঙা ব্যাজ পরে পরিবেশন করেন জাতীয় সঙ্গীত। এই সময় প্রতিষ্ঠানের কর্মচারী ও কিছু বহিরাগতও উপস্থিত ছিলেন।
শ্রীজাতা ও সৈকত প্রজাতন্ত্র দিবসের প্রাসঙ্গিকতা নিয়ে, বিশেষ করে ১৯৫০ সালে ভারতীয় সংবিধান গ্রহণ এবং একটি সার্বভৌম প্রজাতন্ত্রে ভারতের রূপান্তর, ন্যায়বিচার, সাম্য এবং ভ্রাতৃত্বের মতো মূল্যবোধকে তুলে ধরার কথা জানান। প্রকৃতপক্ষে, এই বছর ভারত যে প্রজাতন্ত্র দিবস পালন করছে, তার থিম ‘স্বর্ণিম ভারত: বিরসাত ও বিকাশ’। এই থিম ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক উত্তরাধিকারকে তুলে ধরে।