সিএএ নিয়ে বিজেপির যুবমোর্চা কর্মীদের বিশেষ ক্লাস নেবেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর

নীল বনিক, আমাদের ভারত, ১৮ জানুয়ারি: প্রতিদিনই সিএএ–র বিরোধিতা করে মিটিং, মিছিল চলছে। এই অবস্থায় দলের যুবমোর্চার নেতাদের বিশেষ ক্লাসের ব্যবস্থা করল দিল্লি। এরাজ্যে যুবমোর্চার সদস্যদের সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে ক্লাস নেবেন দিল্লির নেতারা।

সূত্রের খবর, প্রথম পর্যায়ে যুবমোর্চার সদস্যদের এই বিশেষ ক্লাস নেবেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। সামনের সপ্তাহে যুবমোর্চার সদস্যদের এই বিশেষ ক্লাস হতে পারে বলে জানাগেছে। সিএএ নিয়ে মোদি সরকারকে চেপে ধরতে রাজনীতির ময়দানে সক্রিয় বিজেপি বিরোধী দলগুলি। এরাজ্যে সিএএর ’খারাপ দিকগুলি’ তুলে ধরতে শনিবার বিধানভবনে কংগ্রেসের নেতাদের বিশেষ ট্রেনিং দেবেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। পাল্টা সিএএর ভালো দিক তুলে ধরতে রাজ্য যুবমোর্চার নেতাদের ট্রেনিং দেবেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর।

দলীয় সূত্রের খবর, মহেশ্বরীসদনে রাজ্য যুবমোর্চার কর্মীদের একদিনের বিশেষ প্রশিক্ষন হবে। প্রশিক্ষণে যুবমোর্চার রাজ্য কমিটির প্রত্যেক সদস্য উপস্থিত থাকবেন। এছাড়া যুবমোর্চার জেলা সভাপতি এবং সাধারন সম্পাদকরা উপস্থিত থাকবেন। সামনেই পুরনির্বাচন। পুরনির্বাচনের আগে দলের যুবমোর্চার নেতাদের সিএএ নিয়ে পুরো ওয়াকিবহাল করতে চায় বিজেপি। কারন বিজেপি নেতৃত্ব ভালো করেই বুঝতে পারছে সিএএ ইস্যুই হবে আগামী নির্বাচন গুলির প্রধান ইস্যু। তাই এই ইস্যুতে দলের যুব সংগঠনের নেতাদের পুরোপুরি ওয়াকিবহাল করাতে চাইছে গেরুয়া শিবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *