নীল বনিক, আমাদের ভারত, ১৮ জানুয়ারি: রাজ্য বিজেপিতে বিতর্ক জিইয়ে রাখলেন মুকুল রায়। দিলীপ ঘোষ পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ার পরই উসকে দিলেন বিতর্ক। তাঁর বক্তব্য, দিলীপ ঘোষ সভাপতি হলেও দলের কোনও নিয়ন্ত্রণ তাঁর হাতে নেই। বৃহস্পতিবার দিলীপ ঘোষ রাজ্য সভাপতি হবার পরেই এইকথা বলেন মুকুল রায়।
অলিপুর ন্যাশনাল লাইব্রেরিতে বর্ধিত রাজ্য কমিটির বৈঠক শেষ করে সন্ধ্যের সময় দিলীপ ঘোষ, সুব্রত চ্যাটার্জিরা মুরলিধর সেন লেনে ফিরেছেন। সেইসময় দিলীপ ঘোষের ঘরের মুখে হঠাৎ রাজ্য নেতাদের সামনে মুকুল রায় বলেন, দিলীপ দা পুনরায় রাজ্য সভাপতি হয়েছেন, খুব ভালো কথা। উনি নিশ্চয়ই রাজ্য বিজেপিকে এগিয়ে নিয়ে যাবেন। তবে রাজ্য বিজেপিতে শেষকথা সুব্রত দা (চ্যাটার্জি)। উনি ডানে চাবি ঘোরালে ডানদিকে ঘোরে, বাঁদিকে ঘোরালে বাঁদিকে ঘুরবে। দিলীপদা ক্যাপটেন থাকলেও রাজ্য বিজেপির কোচ সুব্রত দা। সকলের সামনে মুকুলের এমন উক্তিতে বিড়ম্বনায় পড়ে যান খোদ সুব্রত চ্যাটার্জি। সেইসময় দলের রাজ্য কমিটির দুই সাধারণ সম্পাদকও উপস্থিত ছিলেন।
মুকুল রায়ের এমন উক্তির পর জোর গুঞ্জন শুরু হয়েছে রাজ্য বিজেপির সদর দফতরে। মুকুল রায়ের সঙ্গে দিলীপ ঘোষের সম্পর্ক খুব একটা মধুর নয়। দিলীপ ঘোষ পুনরায় সভাপতি হোক তা কখনই চাননি মুকুল রায়। তবে সুকৌশলে মুকুল রায় বুঝিয়ে দিলেন সংগঠন সম্পাদক সুব্রত চ্যাটার্জির জন্যই দিলীপ ঘোষের সভাপতি হওয়ার রাস্তা মসৃন হয়েছে। কেননা রাজ্য বিজেপির সংগঠনের পুরোপুরি নিয়ন্ত্রন আছে সুব্রত চ্যাটার্জির হাতে। আর সুব্রত চ্যাটার্জির সঙ্গে দিলীপ ঘোষের হরিহরআত্মা। সেই কারনে দলে যতই দিলীপ ঘোষের বিরোধীরা সক্রিয় হোন না কেন শেষ চাবি ঘুরিয়েছেন সুব্রত চ্যাটার্জি। সবার সামনে সুকৌশলে তার ব্যাখ্যা দিলেন দলের জাতীয় পরিষদের সদস্য মুকুল রায়। বিজেপির একাংশের বক্তব্য, এই কথা বলে দু’জনের মধ্যে নতুন করে বিতর্ক তুলে দিলেন মুকুল রায়।