House collapsed, Daspur, দাসপুরে পুজো চলাকালীন ভেঙ্গে পড়লো মাটির দোতলা বাড়ি, আহত এক

পার্থ খাড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: পুজো চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়লো মাটির দোতলা দালান বাড়ি। আহত হলেন এক জন। আতঙ্ক এলাকাজুড়ে। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের পুরুষোত্তমপুর এলাকায়।

স্থানীয় সূত্রে জানাগেছে, দাসপুরের পুরুষোত্তমপুরের বাসিন্দা শ্যামল রায়ের পারিবারিক পুজো ৩৫০ বছরের পুরানো। তৎকালীন বর্গি আন্দোলনের সময়ের আগে থেকে এই পুজো চলে আসছে। পরবর্তীকালে হেরাই পরিবারের অধিকাংশ লোকজন কলকাতায় চলে যান, কিন্তু বছরে এই সময়টিতে তারা সবাই ফিরে আসেন এবং পারিবারিক পুরনো মাটির বাড়িতেই হয় দুর্গা প্রতিমার আরাধনা। টানা কয়েকদিনের বৃষ্টিপাতে এমনিতেই কমজরি হয়েছিল দোতলা মাটির বাড়িটি। আজ দুপুর নাগাদ ঝড়, বৃষ্টি এবং বজ্রপাত চলাকালীন হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ে বাড়িটি। সেই সময় বাড়ির মধ্যেই ছিলেন স্থানীয় এক বাসিন্দা এবং শ্যামল রায় নিজেও। স্থানীয়দের তৎপরতায় দু’জনকে অক্ষত ভাবে উদ্ধার করা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *