পার্থ খাঁড়া, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১০ অক্টোবর: ঝাড়গ্রাম জেলার বল্লা সর্বজনীন দুর্গাপুজো কমিটির এবারের পুজোয় রাজ্য সরকারের দুর্নীতি, সন্দেশখালির অত্যাচার, আর জি কর- এর ঘটনাকে তুলে ধরা হয়েছে। সেই পুজোর প্রধান অতিথি ছিলেন প্রাক্তন আইপিএস ও বিজেপি নেত্রী ভারতী ঘোষ। এদিন সন্ধ্যায় পুজোর উদ্বোধনে এসে তিনি বার্তা দেন পুজোয় আসুন, তার সঙ্গে আর জি কর- এর বিচারও হোক। এছাড়াও মঞ্চ থেকেই তিনি আর জি কর- এর ঘটনার বিচার চেয়ে স্লোগান তোলেন।
এদিন এই পুজো মন্ডপের মঞ্চ থেকে এলাকার বেশকিছু দুঃস্থ মানুষের হাতে তিনি বস্ত্র তুলে দেন। পাশাপাশি রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও একাধিক মন্তব্য করেন বিজেপি নেত্রী। তিনি বলেন, ডাক্তাররা তাদের নিজেদের অধিকার নিয়ে আন্দোলন করছে, আমরা তা সমর্থন করছি। সেই আন্দোলন নিয়ে যেভাবে রাজ্যে একের পর এক ধিক্কারজনক ঘটনা ঘটছে তাতে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে। পাশাপাশি এই সরকারকে উৎখাত করার ডাক দেন ভারতী ঘোষ।