আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৩ মার্চ: গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী দুই বোন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শ্যামনগরের বাসুদেবপুর থানার কাউগাছি-১ গ্রাম পঞ্চায়েতের আদর্শপল্লীতে। মৃতাদের নাম তনু কুমারী যাদব ও রেনু কুমারী যাদব। গারুলিয়া গার্লস হাই স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্রী তনু। ওই স্কুলেরই দশম শ্রেণির ছাত্রী রেনু। কি কারণে দুই বোন আত্মহত্যা করলো তা নিয়ে ধোঁয়াশায় বাসিন্দারা।
মৃতাদের বাবা রাজদেব যাদব জানান, শনিবার সকালে তিনি কাজ থেকে বাড়ি ফিরে দেখেন তাঁর দুই কন্যা সিলিং ফ্যানের হুকের সঙ্গে ঝুলছে। কিন্তু কি কারণে ওরা আত্মহত্যা করলো, তা জানি না। পেশায় দিনমজুর রাজদেব বাবু বলেন, ছোট মেয়ে বলেছে দুই দিদি ফোনে খুব কথা বলতো। কিন্তু কার সঙ্গে কথা বলতো, সেটা বলতে পারেনি।
সূত্র মারফত জানাগেছে, এক যুবকের সঙ্গে দুই বোনের সম্পর্ক ছিল। ত্রিকোণ প্রণয়ের জেরে এই ঘটনা। জানা গিয়েছে, রাজদেব যাদবের স্ত্রী মানসিক ভারসাম্যহীন।