Bhagat Singh, self-sacrifice, Medinipur, মেদিনীপুরে শহিদ ভগৎ সিং-এর আত্মোবলিদান দিবস পালন

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৩ মার্চ: আজ মেদিনীপুর শহরে শহিদ ভগৎ সিং-এর আত্মোৎসর্গ দিবস পালন করল ছাত্র সংগঠন এআইডিএসও, যুব সংগঠন এআইডিওয়াইও এবং সারা ভারত মহিলা সাংস্কৃতিক সংগঠন। মেদিনীপুর রেল স্টেশন, কালেক্টরেট মোড়, মেদিনীপুর কলেজ স্কোয়ার প্রভৃতি গুরুত্বপূর্ণ জায়গায় শহিদ বেদী স্থাপন করে মাল্যদান ও ব্যাজ পরিধানের মধ্যে দিয়ে শহিদ স্মরণ কর্মসূচি পালিত হয়। ছাত্র ও যুব কর্মীরা অল্প কথায় ভগৎ সিং’য়ের আজকের দিনেও কেন প্রয়োজন তা তুলে ধরেন।

পাঠ্যসূচিতে অন্ধ ধ্যান ধারণার অনুপ্রবেশ, পরিকল্পিতভাবে স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী ধারাকে অন্ধকারে রাখা এবং সার্বিক জ্ঞান অর্জনের পরিপূরক শিক্ষার পরিবর্তে তথ্যসর্বস্ব যান্ত্রিক শিক্ষার প্রচলনের বিরুদ্ধে ছাত্র যুবকদের সংগঠিত হওয়ার আহ্বানও এই শহিদ স্মরণ কর্মসূচি থেকে রাখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *