Silver Jubilee, Celebration, BD PTTI College, ভগবতী দেবী পিটিটিআই কলেজের রজত জয়ন্তী বর্ষ উৎসব

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৩ মার্চ: ভগবতী দেবী পিটিটিআই কলেজের রজত জয়ন্তী বর্ষ সমাপনী উৎসব ও এক বসন্ত ২০২৪ নামে প্রাক বসন্ত উৎসব অনুষ্ঠিত হলো।

বর্ণময় শোভাযাত্রা, পতাকা উত্তোলন, প্রদীপ প্রজ্জলন, প্রাক্তনী পুনর্মিলন, দেওয়াল পত্রিকার উদ্বোধন সহ বিশিষ্ট খ্যাতনামা ব্যক্তিদের নিয়ে বিশেষ সভা এবং সান্ধ্যকালীন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে হয়ে এই অনুষ্ঠান হয়।

শুক্রবার বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রায় কলেজের ছাত্র-ছাত্রী সহ পার্শ্ববর্তী একাধিক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা, সেই সঙ্গে এলাকার বিভিন্ন নৃত্য সংস্থা এবং এলাকাবাসীরা পা মেলান। ভগবতী দেবী পিটিটিআই কলেজের রজত জয়ন্তী বর্ষ সমাপনী উৎসবের পাশাপাশি এই শোভাযাত্রায় “এক বসন্ত ২০২৪” এই কর্মসূচিতে প্রাক বসন্তের ছোঁয়া ছিল এদিন। মেয়েরা হলুদ শাড়ি এবং ছেলেরা সবুজ ও হলুদ পাঞ্জাবিতে সুসজ্জিত হয়ে এই পর্যযাত্রায় অংশগ্রহণ করে।

শোভাযাত্রা শেষে বিশিষ্ট অতিথিদের নিয়ে একটি সংক্ষিপ্ত সভার আয়োজন করা হয়। এরপর শুরু হয় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের দ্বারা নৃত্য সহযোগ সান্ধ্যকালীন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আর এই অনুষ্ঠান দেখতে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সঙ্গে অভিভাবক ও এলাকাবাসীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সব মিলিয়ে বড় মোহনপুর ভগবতী দেবী পিটিটিআই কলেজের রজত জয়ন্তী বর্ষ সমাপনী উৎসব ও এক বসন্ত ২০২৪ উৎসব ছিল এক কথায় অনবদ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *