গাইঘাটা বাজার থেকে ৯৪টি কচ্ছপ সহ ধৃত ২ ব্যক্তি

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ১৪ ডিসেম্বর: বাজারে কচ্ছপ বিক্রি করতে গিয়ে গ্রেপ্তার ২ ব্যক্তি, উদ্ধার হয়েছে ৯২টি ছোট কচ্ছপ ও দুটি মৃত বড় কচ্ছপ।

বেশ কিছুদিন ধরে সূত্র মারফত গাইঘাটা থানার পুলিশের কাছে খবর ছিল, ধরমপুর হাটে কচ্ছপ বিক্রি করা হচ্ছে। সেই মতো রবিবার রাতে ধরমপুর হাটে অভিযান চালিয়ে পুলিশ ও বন বিভাগের কর্মীরা ৯২ টি ছোট কচ্ছপ ও দুটি বড় কচ্ছপসহ দুই ব্যক্তিকে আটক করে গাইঘাটা থানার পুলিশ। ধৃত দুই কচ্ছপ বিক্রেতাকে উদ্ধার হওয়া কচ্ছপ সহ আজ বারাসাত বনদপ্তর রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়। কচ্ছপসহ ধৃত দুই ব্যক্তিকে আটক করে বনদপ্তর রেঞ্জ অফিসারদের হাতে তুলে দেয় গাইঘাটা থানার পুলিশ।

দুটি বৃহৎ কচ্ছপের পেটকাটা অবস্থায় ছিল। ছোট কচ্ছপগুলিকে উদ্ধার করে বারাসত রথ তলার বনদপ্তর রেঞ্জ অফিসে রাখা হয়েছে। কচ্ছপগুলো কোথা থেকে তারা নিয়ে এসেছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে দেখছে বনদপ্তরের রেঞ্জ অফিসাররা। বন্য পশু আইন মোতাবেক ধৃত দুই ব্যক্তির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে বনদপ্তর। ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *