আমাদের ভারত, মেদিনীপুর, ১৪ ডিসেম্বর: দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর – আদ্রা শাখায় আজ সোমবার থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। আপাতত একটি লোকাল ট্রেন ও কয়েকটি মেল বা এক্সপ্রেস ট্রেন চালু করা হয়েছে। রেলের আদ্রা ডিভিশন সূত্রে জানাগেছে, মোট ছয়টি ট্রেন চালানোর অনুমতি দিয়েছে রেল মন্ত্রক। তারমধ্যে পাঁচটি মেল বা এক্সপ্রেস এবং একটি লোকাল ট্রেন রয়েছে। ট্রেনগুলি চলাচলের ক্ষেত্রে সময়ের হেরফের হচ্ছে না। পূর্ব নির্ধারিত সময়েই চলাচল করবে।
তবে একাধিক লোকাল ট্রেনকে এক্সপ্রেস করে দেওয়ায় যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। চক্রধরপুর – হাওড়া, খড়গপুর – গোমো, খড়গপুর – আসানসোল ট্রেনগুলি এক্সপ্রেস করা হয়েছে। এই ট্রেনগুলি লকডাউনের পূর্বে প্যাসেঞ্জার ট্রেন ছিল। খড়গপুর – আসানসোল এবং খড়গপুর – গোমো এই দুটি ট্রেনে অসংরক্ষিত কামরা থাকছে। কিন্তু হাওড়া- পুরুলিয়া এক্সপ্রেস ট্রেনটিতে অসংরক্ষিত কামরা তুলে দেওয়ায় যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।