আমাদের ভারত, আরামবাগ, ১২ মে: আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে আজ নার্সদের সম্বর্ধনা ও শুভেচ্ছা জানালেন আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ। সোমবার বিধায়ক আরামবাগ দক্ষিণ নারায়ণপুর হাসপাতালে গিয়ে নার্সদের সঙ্গে দেখা করেন। তাদের পুষ্পস্তবক ও মিষ্টি দিয়ে সম্বর্ধনা জানান। এরপর হাসপাতালে আসা রোগীদের সঙ্গে কথা বলেন। খুঁটিনাটি নানা বিষয় খতিয়ে দেখেন।
মধুসূদন বাগ জানান, আজ ইন্টারন্যাশনাল নার্স ডে। আমি আজ নার্সদের সাধুবাদ জানাবার জন্যই আমার বিধানসভার কেন্দ্রে দক্ষিণ নারায়ণপুর হাসপাতালে এলাম এবং নার্স ও ডাক্তারদের সঙ্গে কথা বললাম। রোগীদের সঙ্গেও কথা বললাম। এই হাসপাতালে যথেষ্ট আন্তরিকতার সঙ্গে কাজ করছেন ডাক্তারবাবু ও নার্সরা। রোগীদের সঙ্গে কথা বললাম, তারা চিকিৎসা ব্যবস্থায় খুবই সন্তুষ্ট।
অন্যদিকে, আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে পুড়শুড়ার বিধায়ক বিমান ঘোষ এদিন আরামবাগ মেডিকেল কলেজে যান। সেখানে গিয়ে নার্সদের পুষ্পস্তবক ও মিষ্টি দিয়ে সম্বর্ধনা জানান। বিধায়ক বিমান ঘোষ বলেন, আজ ইন্টারন্যাশনাল নার্স ডে। আরামবাগ মেডিকেল কলেজে এসেছি। যারা হাসপাতালে অক্লান্ত পরিশ্রম করে রোগীদের সেবাযত্ন করে সুস্থ করে তোলেন তাদের ফুল দিয়ে সম্বর্ধনা ও শুভেচ্ছা জানালাম।