আমাদের ভারত, নদিয়া, ১২ মে: ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে ১৯৭৪ সাল থেকে পালিত হচ্ছে ইন্টারন্যাশনাল নার্স ডে। সেই কারণেই আজকের দিনটি বিশেষভাবে পালন করল নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে কর্মরত নার্সরা। এদিন নাইটিঙ্গলের ছবিতে মাল্যদান করে মোমবাতি জ্বালিয়ে তাঁকে শ্রদ্ধা এবং সম্মান জানানো হয়। উপস্থিত ছিলেন শান্তিপুর স্টেট জেনারেল কর্মরত একাধিক নার্স এবং চিকিৎসক পবিত্র ব্যাপারী।
এ বিষয়ে এক কর্মরত নার্স বলেন, নাইটেঙ্গেল তৎকালীন সময়ে যে ভূমিকা পালন করেছিলেন তা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য।
পাশাপাশি হাসপাতালের কর্মরত চিকিৎসক পবিত্র ব্যাপারী বলেন, চিকিৎসা ক্ষেত্রে সবথেকে কেউ যদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তারা হলেন নার্সরা। মানুষের যদি পরিষেবা দিতে হয় এবং সামাজিক কাজ করতে হয় তাহলে সকলকে বলব এই পেশায় আসার জন্য।