আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৯ এপ্রিল: শনিবারের পর আবার জলপাইগুড়ি শহরে সোমবার সোনার হার ছিনতাইয়ের অভিযোগ উঠল। একের পর এক ছিনতাইয়ের ঘটনায় পুলিশের নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন।
এদিন সন্ধেয় শহরের শান্তি পাড়ার এলআইসি বিল্ডিং সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। জানাগেছে, হাসপাতাল পাড়া এলাকার বাসিন্দা জ্যোৎস্না দেবনাথ এদিন বিকেলে পবিত্র পাড়ায় মেয়ে শিখা নাথের বাড়িতে যাচ্ছিলেন। হাঁটা পথে মেয়ের পবিত্র পাড়ার বাড়িতে যাচ্ছিলেন তিনি। এক বাইকে করে দুইজন এসেছিল। বাইকে ঘুরানোর নাম করে মহিলার গলার হার ছিনতাই করে পালিয়ে যায় দুই দুষ্কৃতী। স্থানীয়দের দাবি, বাইকে নম্বর প্লেট ছিল না, যে গাড়ি চালাচ্ছিল তাঁর মাথায় হেলমেট ছিল।
এদিকে জ্যোৎস্না দেবনাথ বলেন, ওই হার ৩০ থেকে ৩৫ বছর আগেকার। সেই সময় ৪৫ হাজার টাকা দিয়ে কিনেছিলেন। বিষয়টি নিয়ে তারা কোতয়ালি থানার দ্বারস্থ হয়েছেন।
অন্যদিকে শনিবারের ঘটনার এখনো কোনো কিনারা করতে পারেনি পুলিশ। তার পর ৪৮ ঘন্টার মধ্যে শহরের বুকে ফের এই ধরনের ঘটনায় শহরের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।