Jalpaiguri Court, life sentence, স্ত্রীকে মারায় স্বামীর যাবজ্জীবন সাজার নির্দেশ জলপাইগুড়ি জেলা আদালতের

আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৯ এপ্রিল: স্ত্রীকে খুনের দায়ে স্বামীর যাবজ্জীবন সাজার নির্দেশ দিল জলপাইগুড়ি জেলা আদালত। সোমবার অভিযুক্ত স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল জলপাইগুড়ি জেলা আদালতের অ্যাডিশনাল ফোর্থ কোর্ট।

এই মামলার পি পি ইনচার্জ মানবেন্দ্র ঘোষ জানান, ঘটনাটি গত ২০১৭ সালের ১১ জুলাই ধুপগুড়ি থানার লক্ষীকান্ত টি গার্ডেনের। ঐদিন অভিযুক্ত বিরসা ওরাও তাঁর স্ত্রী বুটন ওরাওকে হত্যা করে। দুই সন্তানের সামনেই বাটাম দিয়ে নৃশংসভাবে তার মাথায় আঘাত করা হয়। দুই শিশু সন্তানের সামনেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তার স্ত্রী বুটন ওরাও। ওই অবস্থায় জল খেতে চাইলেও অভিযুক্ত বিরসা ওরাও তার স্ত্রীকে জল দিতে দেয়নি বলে অভিযোগ। অভিযুক্তকে ঘটনার পর দিনই গ্রেপ্তার করা হয়।

দীর্ঘ পাঁচ বছর অভিযুক্ত জেলে থাকলেও গত বছর হাইকোর্ট থেকে জামিন পায়। দীর্ঘদিন ধরেই এই মামলার বিচার প্রক্রিয়া চলছিল। অবশেষে আজ মামলার চূড়ান্ত রায় ঘোষণা করেন বিচারক। আসামীর যাবজ্জীবন কারাদন্ডের পাশাপাশি অনাদায়ে আরো কুড়ি হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছে আদালত বলে জানান মানবেন্দ্রবাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *