সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৩ জুলাই: জেলাজুড়ে পথ নিরাপত্তা নিয়ে লাগাতার প্রচার চললেও পথ দুর্ঘটনা ঘটেই চলেছে।গতকাল সন্ধ্যার পর পরপর দুটি পথদুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে।
এদিন সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ বাঁকুড়া- দুর্গাপুর ৯নং রাজ্য সড়কে বড়জোড়ায় এক বাইক আরোহীর সাথে লরির মুখোমুখি সংঘর্ষ হয়। লরিটি বাইক আরোহীর মাথার উপর দিয়ে চলে যায়। ফলে ঘটনাস্থলেই বাইক আরোহী শুভেন্দু লায়েক (৪৯) প্রাণ হারান। পুলিশ সূত্রে
জানাগেছে, মৃতের বাড়ি বড়জোড়া থানার দেজুড়ি গ্ৰামে। কারখানায় কাজের সুবাদে সে বড়জোড়ায় বাড়ি করে বসবাস করছিলেন।
অপর ঘটনাটি ঘটে বড়জোড়ার শ্যামপুরের কাছে। রাস্তা পার হওয়ার সময় এক সাইকেল আরোহীকে লরি এসে ধাক্কা মারলে সাইকেল আরোহী সুবোধ কুন্ডু গুরুতর জখম হয়, তাকে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এই ঘটনার পরে এলাকার উত্তেজিত মানুষজন রাস্তা অবরোধ করে যান নিয়ন্ত্রণের দাবি জানান।স্হানীয় বাসিন্দাদের বক্তব্য, এলাকায় শিল্প কারখানার জন্য যানচলাচল উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে, সেই তুলনায় রাস্তাঘাটের পরিকাঠামো গড়ে ওঠেনি।যানজট এড়াতে প্রস্তাবিত উড়ালপুলের বিষয়ে সরকার নিশ্চুপ বলে এলাকার বাসিন্দারা অভিযোগ তুলেছেন।
এবিষয়ে স্হানীয় বিধায়ক আলোক মুখার্জি বলেন, উড়ালপুলের ব্যাপারে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বিধানসভায় আবেদন করেছি।