আমাদের ভারত, ৩০ ডিসেম্বর: প্রয়াত পেলেকে টুইটারে শ্রদ্ধা জানালেন দুই বিজেপি নেতা দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারী।
দলের সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ লিখেছেন, “৮২ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন ফুটবল সম্রাট পেলে। দীর্ঘ রোগভোগের পর অমৃতলোকে পাড়ি দিলেন তিনি। তাঁর আত্মার শান্তি কামনা করি।“
শুভেন্দুবাবু লিখেছেন, “দ্য অরিজিনাল গ্রেটেস্ট অফ অল টাইম; ফুটবল কিংবদন্তি পেলে আর নেই। তিন বারের ব্রাজিলের বিশ্বকাপজয়ী তাঁর স্বর্গীয় আবাসের জন্য নশ্বর পৃথিবী ছেড়ে চলে গেছেন।কিংবদন্তিরা মারা যান না। তাঁরা আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকে। শান্তিতে শয্যা নিন কিংবদন্তি।”