পার্থ খাঁড়া, আমাদের ভারত, মেদিনীপুর, ৩০ ডিসেম্বর: অবিভক্ত মেদিনীপুর জেলায় পথচলা শুরু করল ভারতের অন্যতম খ্যাতিসম্পন্ন মোটর গাড়ি নির্মাতা সংস্থা “টয়োটা কির্লোস্কার মোটর”। পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার একমাত্র ডিলার হিসেবে পালকো টয়োটা-র শোরুমের সম্প্রতি দ্বারোদঘাটন হয়েছে। মেদিনীপুরের ব্যবসায়িক প্রতিষ্ঠান পালকো গ্রুপের হাত ধরেই পশ্চিম মেদিনীপুর জেলাতে প্রবেশ ঘটেছে বিশ্বস্তরের এই মোটরগাড়ি নির্মাণ সংস্থার।
টয়োটা কোম্পানির গাড়ি কেনার জন্য জেলার মোটরপ্রেমী মানুষজনকে আর ভিন জেলাতে না গিয়ে, তাদের দোরগোড়ায় পরিষেবা দেওয়ার জন্য, খড়্গপুরে ও.টি রোডে বিশ্বস্তরীয় এই মোটরগাড়ি নির্মাণ সংস্থার গাড়ি বিক্রি এবং পরবর্তী পরিষেবা দেওয়ার জন্য পালকো টয়োটা- র পক্ষ থেকে “সার্ভিস সেন্টার”এর পথচলা শুরু হয়েছে।
টয়োটা কির্লোস্কার মোটর কোম্পানির সমস্ত মডেলের গাড়ির এখান থেকে বিক্রয় এবং পরবর্তী পরিষেবা দেওয়া ব্যবস্থা করা হয়েছে। এমনকি আধুনিকতার সর্বোত্তম প্রযুক্তিযুক্ত মোটর গাড়ি “ইনোভা হাইক্রস” (Innova HyCross) মডেলের গাড়িটিও এই শোরুম থেকে বিক্রির ব্যবস্থা করা হয়েছে।
সংস্থার বক্তব্য, আধুনিকতার দিক থেকে এই গাড়িটি ভীষণই উচ্চস্তরের। জ্বালানি হিসেবে পেট্রোল এবং ইলেকট্রিক এই দুই প্রযুক্তি এই গাড়িটিতে উপলব্ধ রয়েছে। প্রতি লিটার পেট্রলে ২৩.২৪ কিমি পর্যন্ত চলবার দাবি করছে সংস্থা। আধুনিক প্রযুক্তিতে এই গাড়ির ব্যাটারি স্বয়ংক্রিয়ভাবেই চার্জ হয়ে যাবে। আরামদায়ক ও বিলাসবহুল এই গাড়িটি সুরক্ষার দিক থেকেও ভিন্ন স্বাদের। দ্রুতগতিতে থাকার সময় অধিকতর সুরক্ষা দেওয়ার জন্য ৪টি ডিস্কব্রেক, “টয়োটা সেফটি সেন্স” এবং ছয়টি এয়ার ব্যাগ-এর ব্যবস্থা রয়েছে ইনোভা হাইক্রস গাড়িটিতে।