Tathagata, Trump, ট্রাম্পের কথায় ভারতের আপোষ নয়, বিরোধীদের কটাক্ষ তথাগতর

আমাদের ভারত, ১৪ মে: ‘ট্রাম্পের কথায়’ ভারত সাময়িক অস্ত্রবিরতির পথে হাঁটায় প্রধানমন্ত্রী মোদীর সমালোচনায় মুখর হয়েছেন অনেকে। বুধবার এ ব্যাপারে এক্সবার্তায় সরব হয়েছেন ভারতের অন্যতম প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

তথাগতবাবু লিখেছেন, “মুলোদের মুখে শুধু একটাই কথা, ট্রাম্প কেন এরকম বলল? ভারত কেন তার প্রতিবাদ করছে না? তাহলে নিশ্চয় মোদী ট্রাম্পের কথায় ওঠে বসে! ট্রাম্প কী বলল, কেন বলল তার দায় তো ভারতের নয়? আর প্রতিবাদ? আন্তর্জাতিক কূটনীতিতে অনেকদিক সামলে চলতে হয়, এ পাড়ার তোলাবাজ তৃণমূল নেতার ক্যাওড়ামি নয়।”

এর আগে মঙ্গলবার রাতে পৃথক এক্সবার্তায় তিনি লিখেছেন, “ট্রাম্প যা বলেছে তার দায়িত্ব ভারতের নয়। কিন্তু আসল কথা হচ্ছে, ভারত পাকিস্তানের গভীরে ঢুকে যেরকম বেধড়ক মার মেরেছে তা তো পাকিস্তানও অস্বীকার করতে পারছে না। পাকিস্তানের স্বীকারোক্তি দেখুন। শুধু তাই নয়, ভারত খুব পরিষ্কার করে বলে দিয়েছে যে আর যদি সন্ত্রাস হয় সেটাকে ভারতের বিরুদ্ধে যুদ্ধ হিসাবে দেখা হবে। ভারত এও বলেছে যে ‘অপারেশন সিঁদুর’ বন্ধ হয়নি, স্থগিত হয়েছে মাত্র।

ঝড়ে বক মরেছে, তাইতে ট্রাম্প ফকির সেজে কেরামতি দেখাচ্ছে। সেকু-মাকুরা আহ্লাদে আটখানা, ডুবে-যাওয়া লোক একটা তৃণখন্ড ধরে ভেসে থাকার চেষ্টা করছে। তা থাক, বেচারাদের করারই বা কী আছে?

আমেরিকা বাণিজ্য বন্ধ করার শাসানি দিয়েছে। ভারত চীন নয় যে তাতে ভারতের বিশাল ক্ষতি হবে। আমেরিকা শাসানি দিয়েছে, ভারত উপেক্ষা করেছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *