আমাদের ভারত, ১৪ মে: “আপনার শক্তিশালী ও দৃঢ় নেতৃত্বে কোনও ভারতীয় কখনও পিছিয়ে নেই।” বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ-এর মুক্তির জন্য এই ভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এক্সবার্তায় কৃতজ্ঞতা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী তথা পশ্চিমবঙ্গের বিজেপির রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার।
ভারতীয়দের নিশ্চয়তা আবারও প্রমাণ করার জন্য মাননীয় মোদীজি-কে আন্তরিক ধন্যবাদ। এ কথা জানিয়ে সুকান্তবাবু লিখেছেন, “২৩শে এপ্রিল থেকে পাকিস্তানের হেফাজতে ছিলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার। আজ তাঁর নিরাপদ প্রত্যাবর্তন কেবল স্বস্তির মুহূর্ত নয়। এটি ভারতের সংকল্প, কূটনীতি এবং জাতীয় গর্বের জয়। জাতির নিরাপত্তা ও মর্যাদার প্রতি আপনার নিরলস অঙ্গীকার আমাদের সাহসী সৈন্যদের জন্য ন্যায়বিচার এবং সম্মান নিশ্চিত করেছে। ভারত মাতা কি জয়! জয় হিন্দ! মোদী হ্যায় তো মুমকিন হ্যায়!”