আমাদের ভারত, ৬ নভেম্বর: “ডোনাল্ড ট্রাম্প জিতে আসার পর বাংলাদেশের প্রশাসনকে ঠিক কীভাবে দেখবেন কিংবা কতটা চাপে রাখবেন তা অবশ্যই একটি বড় বিষয়।” মার্কিন প্রেসিডেন্ট পদের নির্বাচনে ট্রাম্পের জয়ে বুধবার এই মন্তব্য করলেন বাংলাদেশের জাতীয় পার্টির (রওশন এরশাদ) তথ্য ও গবেষণা সম্পাদক সাহিন আরা সুলতানা। তাঁর কথায়, “বাংলাদেশে যেন মৌলবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে ট্রাম্প ব্যবস্থা নিতেই পারেন।”
সাহিন এই প্রতিবেদককে জানান, “ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জেতার আগেই বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়ে সরব ছিলেন এবং এর দায় একদম সরাসরি চাপিয়ে দিয়েছেন জো বাইডেন এবং কমলা হ্যারিসের উপর। দুঃখের বিষয় এই যে, ট্রাম্প যখন এই অভিযোগ করছিলেন ঠিক তখনই আমাদের দেশের চট্টগ্রামে সনাতনীদের উপর নির্যাতনের আরও কিছু খবর সামনে আসে। এটা নিয়ে সামাজিক মাধ্যমে তোলপাড় শুরু হয়ে যায়।
আমাদের একটি কথা মনে রাখতে হবে, ডঃ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন মূলত ডেমোক্র্যাটদের সাহায্যে। ডেমোক্র্যাট নেতা হিলারি ক্লিন্টন ডক্টর মুহম্মদ ইউনুসের ব্যক্তিগত বন্ধু, এটা মোটামুটি সকলেই জানেন। অনেকেই অভিযোগ করেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অভিযোগ করছিলেন যে, ডেমোক্র্যাট প্রশাসন তাঁকে যে চাপ দিয়েছেন, তিনি সেটা মেনে নেননি বলেই গণঅভ্যুত্থানের নামে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে।
কথাটি কতটুকু সত্যি তা জানিনা তবে, মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাটরা যেভাবে পর্যুদস্ত হলেন তাতে শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পই জিতলেন না, মার্কিন কংগ্রেসের সিনেটেবল হাউজ অব রিপ্রেজেনটেটিভস দুটোতেই রিপাবলিকানরা যেভাবে দাপটের সাথে জিতলেন তাতে, ডঃ ইউনুস কিছুটা বন্ধু হারা হলেন। এই বন্ধু হারা হয়ে তিনি বাংলাদেশের সরকার চালাতে পারেন কিনা সেদিকে অবশ্যই সকলের নজর থাকবে।
আরেকটি বিষয় সেই সাথে উল্লেখ করতে চাই। হিলারি ক্লিন্টন কিংবা কমলা হ্যারিস যে দলের নেতা সেই ডেমোক্রেটিকরা যেভাবে গোটা বিশ্বে নাক গলাতে চান এবং এর ফলে সেইসব দেশের বিপর্যয় ডেকে আনেন। ডোনাল্ড ট্রাম্প কিন্তু সেই পন্থা অনুসরণ করেন না। তাঁর কাছে আমেরিকার নীতি প্রথমে এবং সেই অনুযায়ী তিনি সব দেশের বিষয়ে নাক গলাতে পছন্দ করেন না।
বিশেষ করে বাংলাদেশের জন্য তিনি যে উদ্বেগ প্রকাশ করেছেন অর্থাৎ জো বাইডেন ও কমলা হ্যারিসের ভুল নীতির জন্যে দেশে মৌলবাদ যেভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে তাতে নতুন কোনও রাজনৈতিক সমীকরণ প্রকাশ পেতে পারে।