আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৮ জুলাই: এতদিন চিকিৎসকদের গাফিলতিতে রোগী মৃত্যু হলে যে শাস্তির বিধান ছিল, তা ভারতীয় নতুন আইনে চিকিৎসকদের কড়া শাস্তির উল্লেখ করা হয়েছে। তারই প্রতিবাদে পশ্চিমবঙ্গের সরকারি মেডিকেল কলেজগুলিতে তৃণমূল ছাত্র পরিষদ মেডিকেল সেলের উদ্যোগ অবস্থান বিক্ষোভ শুরু করেছে সোমবার থেকে।
এদিন রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তাম্রলিপ্ত গর্ভমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল ক্যাম্পাসে অ্যাকাডেমিক বিল্ডিং- এর সামনে অবস্থান বিক্ষোভ দেখায় তাম্রলিপ্ত গর্ভমেন্ট মেডিকেল কলেজের ছাত্ররা। তাদের দাবি, এই নতুন আইন প্রত্যাহার করতে হবে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত অবস্থান বিক্ষোভ চলবে, এমনটাই জানান তৃণমূল ছাত্র পরিষদ মেডিকেল সেলের তমলুক মেডিকেল কলেজের ছাত্ররা।