চলুন মাস্টারমশাই ‘ঘুরি বাড়ি বাড়ি’! বিধানসভা ভোটের আগে জনসংযোগে নয়া কর্মসূচি তৃণমূলের

রাজেন রায়, কলকাতা, ২৮ নভেম্বর: বিধানসভা ভোটের আগে জনসংযোগের সমস্ত রকম পথ ব্যবহার করে নিতে চাইছে তৃণমূল। শিক্ষকদের সমাজের মেরুদন্ড বলা হয় এবং তাদের কথা বিশ্বাস করেন জনসাধারণের একটা বড় অংশ। তাই দুয়ারে দুয়ারে সরকারের মত এবার তৃণমূলের নয়া প্রকল্প ‘ চলুন মাস্টারমশাই ঘুরি বাড়ি বাড়ি’। তৃণমূলের নয়া কর্মসূচিতে প্রচারে নামলেন কলকাতার পুরপ্রশাসক ফিরহাদ হাকিম।

”তৃণমূল কংগ্রেসকে শেষ করার স্বপ্ন কোনওদিন সফল হবে না বিজেপির। তৃণমূল ছিল, আছে, থাকবে– বিজেপির স্বপ্ন স্বপ্নই থেকে যাবে”। শনিবার তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মসূচিতে গিয়ে এই কথা বললেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, ”তৃণমূল মানুষের দল। বাংলার মাটিতে আন্দোলন করে এই রাজনৈতিক দলের জন্ম হয়েছে। বিজেপির মত আমদানি করা দল তৃণমূল কংগ্রেস নয়”। আগামী দিনে মানুষ আবার তৃণমূল কংগ্রেসকে নির্বাচিত করবেন বলে দাবি করেন ফিরহাদ হাকিম।

একইসঙ্গে এ দিন বিজেপি-কে কাঠগড়ায় দাঁড় করিয়ে ফিরহাদ হাকিম বলেন, ”ঝাল মুড়ির মতো যে আসছে তাকেই দলে নিয়ে নিচ্ছে বিজেপি। বিজেপির কোনও নীতি আদর্শ নেই। যে সমস্ত রাজনৈতিক নেতার কোনও আদর্শ নেই তারাই বিজেপিতে যোগদান করছে। তৃণমূলের একটা আদর্শ রয়েছে, নীতি রয়েছে। সেই নীতি আদর্শ মেনে তৃণমূল পরিচালিত হয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *