রাজেন রায়, কলকাতা, ২৮ নভেম্বর: লোকাল ট্রেন চালু হওয়ার পর এবার জেলাগুলিতেও ট্রেন পরিষেবা চালু করার দাবি জানিয়েছিলেন প্রত্যন্ত এলাকার বাসিন্দারা। সেই দাবি মেনে নিল রেল কর্তৃপক্ষ। রেল সূত্রে খবর, সব ঠিকঠাক থাকলে আগামী ২ ডিসেম্বর থেকে জেলায় রেল পরিষেবা চালু করা হতে পারে। রাজ্য-রেলের আধিকারিকদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, পরিবহণ সচিব, রেল পুলিশের ডিজি, পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের সিওএম, ডিআরএম-সহ একাধিক আধিকারিকের উপস্থিতিতে ঠিক হয়, আগামী ২ ডিসেম্বর থেকে দূরের জেলাগুলোর মধ্যে যোগাযোগকারী ট্রেনগুলি চালু হবে। পূর্ব রেলের চিফ অপারেশন ম্যানেজার এস কে বল বলেন, ‘বর্ধমান-সাহেবগঞ্জ, কাটোয়া-আজিমগঞ্জ, আসানসোল-বর্ধমান, আসানসোল-জসিডি, আন্ডাল-সাঁইথিয়া, মালদহ-সাহেবগঞ্জ সহ প্রতিটি নন সুবার্বন শাখায় ট্রেন চলবে। প্রাথমিকভাবে ২৭ জোড়া ট্রেন চলবে। পরে তা বাড়ানো হবে।
পূর্ব রেল ২ তারিখ থেকে ট্রেন চালালেও দক্ষিণ পূর্ব রেল জানিয়েছে, ওইদিন থেকে তারা ট্রেন চালাতে পারবে না। ওই রেলের সিপিটিএম আশীষ ভাটিয়া জানিয়েছেন, খড়গপুর-আদ্রা, খড়গপুর-টাটা, খড়গপুর-দিঘা, খড়গপুর-বেলদা নন সুবার্বন শাখায় ট্রেন চলবে। প্রথমে সাত জোড়া ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ২ ডিসেম্বর থেকে সবক্ষেত্রে একসঙ্গে চালু হওয়া সম্ভব নয়। রেক লিংক তৈরি, রেলবোর্ডের অনুমতি নিতে একটু সময় লাগবে। সেক্ষেত্রে নির্ধারিত দিন পরে জানানো হবে।’