গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ২৯
জুন: খানাকুলের ২নং ব্লকের মোস্তফাপুর গ্ৰামে আবারও নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। তৃণমূল কর্মী ভরত দোলুই এবং তার স্ত্রী কাঞ্চন দোলুইকে বেধাড়ক মারধর করার অভিযোগ উঠল বিজেপি বিরুদ্ধে। যদিও ঘটনার কথা অস্বীকার করে বিজেপি। তাদের দাবি, এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তাদের দাবি, এই ঘটনার সঙ্গে বিজেপি কোনো ভাবেই যুক্ত নয়।
আক্রান্ত কাঞ্চন দলুইকে পরিবারের সদস্য সহ তৃণমূল কর্মীরা উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে। ওই এলাকায় ভোট প্রচারে গিয়ে আক্রান্ত হয়েছিলেন এক সময়ের তৃণমূল প্রার্থী মিতালী বাগ এবং ভাঙ্গচুর করা হয়েছিল তার গাড়ি। ঘটনার সূত্রপাত ওই এলাকায় তৃণমূল কর্মী রাস্তার উপর দিয়ে একটি পাইপ লাইন নিয়ে যাওয়াকে কেন্দ্র করে। গুরুতর আহত তৃণমূল কর্মীর স্ত্রীকে প্রাথমিক চিকিৎসার জন্য প্রথমে নিয়ে যাওয়া হয় নতিবপুর গ্রামীন হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি হওয়ায় শনিবার তাকে স্থানান্তরিত করা হয় আরামবাগ মেডিকেল কলেজে। খবর পেয়ে তৃণমূল কর্মী ও তার স্ত্রীকে হাসপাতালে দেখতে যান আরামবাগ সংগঠনিক জেলার তৃণমূল চেয়ারম্যান স্বপন নন্দী।