আমাদের ভারত, ব্যারাকপুর, ২২ এপ্রিল: এক বিজেপি কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারার ঘটনায় উত্তেজনা ছড়াল জগদ্দলের অম্বিকাপল্লী এলাকায়। আহত ব্যক্তি বিজেপির বুথ সভাপতি। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে স্থানীয় এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে।
লোকসভা নির্বাচনের দিন এগিয়ে আসতেই ব্যারাকপুরে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। সোমবার ভোরে বিজেপির জগদ্দল মন্ডল ৪ এর বুথ সভাপতি বিপ্লব করের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা অভিযোগ উঠলো স্থানীয় এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। অভিযুক্ত তৃণমূল কর্মীর নাম বিশাল সিং। জানাগেছে, কয়েকদিন আগে স্থানীয় একটি হনুমান মন্দিরে পুজো করা নিয়ে তৃণমূল কর্মী বিশাল সিংহের সঙ্গে ঝামেলা হয় বিজেপি কর্মী বিপ্লব করের।
অভিযোগ সেই ঘটনার জেরে এদিন ভোররাতে বিপ্লবের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় বিশাল। ঘটনার তদন্ত শুরু করেছে বাসুদেবপুর থানার পুলিশ। তাঁর বাঁ হাতে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে। তাঁর চিৎকারে আশেপাশের মানুষ ছুটে এলে, পালিয়ে যায় আক্রমনকারী।