গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ১৯ মে: সমবায় সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলো তৃণমূল কংগ্রেস। সমবায় সমিতির নয়টি আসনে তৃণমূল প্রার্থী দিলেও বিজেপি, সিপিএম ও অন্য কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ না করায় গোঘাট ১নং ব্লক পঞ্চায়েত সমিতির আমোদপুর সমবায় সমিতির নির্বাচনে নমিনেশন জমা দেওয়ার আজ শেষ দিন ছিল। অন্যান্য রাজনৈতিক দল অংশগ্রহণ না করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমোদপুর সমবায় সমিতি দখল করে নিল তৃণমূল। তৃণমূল কংগ্রেস জয়ী হওয়ার পরেই সবুজ আবির খেলায় মেতে ওঠে দলের কর্মীরা।
গোঘাট ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়, সহ সভাপতি নারায়ণচন্দ্র পাঁজা, ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সঞ্জিত পাখিরা সহ অন্যান্যরা হাজির ছিলেন। তৃণমূল নেতৃত্বরা জানান, যেভাবে তৃণমূল সরকার চাষিদের পাশে আছে, তাতে কোনো রাজনৈতিক দল এই নির্বাচনে প্রার্থী দিলেও মানুষ আমাদের ভোট দেবে। তাই অন্যান্য রাজনৈতিক দলগুলি সাহস করে প্রার্থী দিতে পারেনি।ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করেছে।