BJP, Bankura, সেনাদের সম্মান জানাতে বাঁকুড়ায় তেরঙ্গা যাত্রা বিজেপির

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৯মে: পঁহেলগাও- এ পাকিস্তান মদতপুষ্ঠ জঙ্গি হামলার বদলা হিসাবে অপারেশন সিঁন্দুর- এর অভাবনীয় সাফল্যে বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাতে আজ সন্ধ্যায় জেলা বিজেপির উদ্যোগে তেরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। লালবাজার মোড় থেকে এই যাত্রা শুরু হয়। এই তিরঙ্গা যাত্রায় মহিলা সহ সহস্রাধিক কর্মী সমর্থক যোগ দেন। তারা বিশালাকার তেরঙ্গা পতাকা নিয়ে সেনাবাহিনীর ও ভারতমাতার জয়ধ্বনিতে মুখরিত করে তোলেন সারা রাজপথ। মাচানতলা মুক্ত মঞ্চে মিছিল শেষ হয়।

বিজেপির নগর মন্ডলের সভাপতি বিশ্বজিৎ কর্মকার বলেন, পাকিস্তানি জঙ্গিরা কাশ্মীরে বেড়াতে যাওয়া পর্যটকদের হত্যা বিশেষ করে, যেভাবে আমাদের দেশের মাতৃজাতির পবিত্র সিঁন্দুরের অবমাননা করেছে, আর তার বদলা হিসেবে ভারতীয় সেনাবাহিনী জঙ্গিদের ঘাঁটি গুড়িয়ে দিয়ে একদিকে যেমন হত্যার বদলা নিয়েছে, অপরদিকে হিন্দু নারীর সিঁন্দুরের মূল্য ও তার যোগ্য মর্যাদা দিয়েছে। এজন্য ভারতবাসী হিসেবে আমরা গর্বিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *