পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ অক্টোবর: মঙ্গলবার মেদিনীপুর বিধানসভা উপ নির্বাচনে তৃণমূল প্রার্থী সুজয় হাজরার সমর্থনে প্রচার এবং দলের বিজয়া সম্মেলনীতে যোগ দেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া। ছিলেন দলের প্রার্থী তথা জেলা সভাপতি সুজয় হাজরা, খড়্গপুর গ্রামীণের বিধায়ক দীনেন রায়, যুব সভাপতি সন্দীপ সিংহ।
সদর ব্লকের কঙ্কাবতী গ্রাম পঞ্চায়েতের সভাকক্ষে এদিনের বিজয়া সম্মেলনীতে উপস্থিত কয়েকশো কর্মী সমর্থকদের বিজয়ার শুভেচ্ছা ও অভিনন্দন জানান জুন মালিয়া। তাঁর ছেড়ে যাওয়া আসনে নির্বাচন। সেই নির্বাচনে এবার দলের প্রার্থী, তাঁরই নির্বাচনে যিনি অক্লান্ত পরিশ্রম করে দলকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন এবং জয় হাসিল করতে সাহায্য করেছিলেন সেই সুজয় হাজরা। উনি শুধু দক্ষ সংগঠক নন সকলকে নিয়ে চলার, মানুষের পাশে দাঁড়িয়ে উন্নয়নমূলক কাজের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা ওনার রয়েছে। দল এই কেন্দ্রে যোগ্য ব্যক্তিকেই প্রার্থী করেছে বলে জানান সাংসদ।
জুন মালিয়া বলেন, রাজ্যের ৬টি আসনেই তৃণমূল জিতবে। এরাজ্যে বিরোধীদের কোনো ঠাঁই নেই। তাঁরা জন বিচ্ছিন্ন। তৃণমূলকে ঠেকাতে সিপিএম, কংগ্রেস ও বিজেপির মতো সাম্প্রদায়িক দলের সঙ্গে গোপনে বোঝাপড়া করেছে। তাঁরা রাজ্যের উন্নয়ন চান না। তাঁরা চান রাজ্যটাকে আরো পিছিয়ে দিতে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থাকতে তা হবে না। এই কেন্দ্র থেকে রেকর্ড ভোটে সুজয় হাজরাকে জেতানোর জন্য সমস্ত স্তরের কর্মীদের নির্বাচনের কাজে ঝাঁপিয়ে পড়ার আবেদন জানান তিনি। সংসদের কাজ সেরে সামনের সপ্তাহে ফিরে পাড়ায় পাড়ায় প্রচারে যাবেন বলে জানান জুন মালিয়া।