পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ অক্টোবর: ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে এক প্রসূতির মৃত্যুকে ঘিরে বিক্ষোভ। মৃতার নাম মামণি সিংহ সর্দার(২১)। বাড়ি খড়্গপুর গ্রামীণের চকনারায়ণ গ্রামে।
তাঁর ভাসুর অচিন্ত্য সিংহ জানান, সোমবার প্রসব যন্ত্রণা নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। গভীর রাতে কন্যা সন্তান প্রসবের পর তাঁর রক্তক্ষরণ বাড়তে থাকে। ভোর রাতে মারা যান মামনি। মঙ্গলবার সকালে বাড়ির লোকজন গেলে আসল তথ্য জানাতে অস্বীকার করে নার্স ও ডাক্তাররা। বাড়ির লোকজন বলেন, এর বিচার চাই। দোষীদের শাস্তি দিতে হবে। বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।
এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগ পাওয়া গেছে। ঠিক কী কারণে প্রসূতির মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।