আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর:
রাত পোহালেই যন্ত্রের দেবতা তথা শ্রমিকদের আরাধ্য দেবতা বিশ্বকর্মার আরাধনা শুরু হয়ে যাবে বাংলার বিভিন্ন প্রান্তে। আজ মেদিনীপুর শহরের সেন্ট্রাল বাসস্ট্যান্ডে তৃণমূল শ্রমিক সংগঠন আইনটিটিইউসি উদ্যোগে এবং পশ্চিম মেদিনীপুর জেলা বাস পরিবহন ইউনিয়ন ও মেদিনীপুর বাসস্ট্যান্ড ক্ষুদ্র ব্যবসায়ী কমিটির পরিচালনায় বিশ্বকর্মা পূজার আয়োজন করা হয়। এই পুজো ২৫ বছরে পদার্পণ করল। পুজোকে ঘিরে চার দিন ধরে নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
বিগত দুই বছর কোভিডের কারণে পুজো হয়েছিল নাম মাত্র। কিন্তু এই বছর পুজোকে ঘিরে শ্রমিক কর্মচারীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই পুজোর উদ্বোধন করেন তৃণমূল ট্রেড ইউনিয়নের সর্ব ভারতীয় সভানেত্রী তথা রাজ্যসভার সাংসদ দোলা সেন। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য সাধারণ সম্পাদক প্রদ্যুৎ ঘোষ, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ, জেলা সাধারণ সম্পাদক মহম্মদ রফিক, কাউন্সিলর ডাক্তার গোলক মাঝি, পুজো কমিটির সভাপতি অরুণ চৌধুরী, শ্রমিক সংগঠনের নেতা গৌরাঙ্গ সিংহ, শ্যামল আইচ সহ অন্যান্যরা। সমগ্ৰ অনুষ্ঠানটি পরিচালনা করেন পরিবহন ইউনিয়নের সভাপতি পার্থ ঘনা।