কৃষি আইন বাতিলের দাবিতে তৃণমূলের অবস্থান বিক্ষোভ উলুবেড়িয়ায়

আমাদের ভারত, হাওড়া, ৮ ডিসেম্বর: কৃষি আইন বাতিলের দাবিতে মঙ্গলবার রাজ্যজুড়ে অবস্থান বিক্ষোভে সামিল হল তৃণমূল কংগ্রেস। এদিন সকালে উলুবেড়িয়া উপ সংশোধনাগারের সামনে অবস্থান বিক্ষোভে শামিল হল তৃণমূল কংগ্রেসের বিধায়ক থেকে নেতা কর্মীরা। উলুবেড়িয়া পূর্ব তৃণমূল কংগ্রেসের ডাকে এই অবস্থান বিক্ষোভে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক ইদ্রিশ আলি, উলুবেড়িয়া পুরসভার প্রশাসক অভয় দাস, বিদায়ী পুরবোডের ভাইস-চেয়ারম্যান আব্বাস উদ্দিন খান, হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি হাসিবুর রহমান, মহিলা নেত্রী শুক্লা ঘোষ সহ উলুবেড়িয়া পূর্ব তৃণমূল কংগ্রেসের সভাপতি বেনু কুমার সেন সহ উলুবেড়িয়া পুরসভার বিভিন্ন ওয়ার্ডের কো-অর্ডিনেটররা।

এদিনের প্রতিবাদ সভা থেকে ইদ্রিশ আলি হুঁশিয়ারি দেন, কৃষি আইন বাতিল না করলে সারা দেশে আগুন জ্বলবে এমনকি সেই আগুনে নরেন্দ্র মোদীর ক্ষতি হবে। শুভেন্দু অধিকারীর নাম না করে তিনি বলেন, দল থেকে দু’চারজন চলে গেলেও তৃণমূলের কোনও ক্ষতি হবে না।

এদিন উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভার ৫৮ গেট পুলিশ ফাঁড়ির সামনে অবস্থান বিক্ষোভ মঞ্চ থেকে কৃষি আইন বাতিলের দাবিতে সরব হন উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের বিধায়ক পুলক রায়।

এদিন সকালে বাগনান বাসষ্ট্যান্ডে অবস্থান বিক্ষোভে শামিল হয়ে কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরুদ্ধে সোচ্চার হন বাগনানের বিধায়ক অরুণাভ সেন।
এদিন কল্যানপুরে কৃষি আইন বাতিলের দাবিতে প্রতিবাদ মিছিলে সামিল হন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুকান্ত পাল, আমতা তৃণমূল কংগ্রেসের সভাপতি সেলিমূল আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *