সল্টলেকে মুকুল রায়ের সঙ্গে বৈঠক করলেন শীলভদ্র দত্ত, অস্বীকার তৃণমূল বিধায়কের

নীল বণিক, কলকাতা ও ব্যারাকপুর থেকে নিজস্ব প্রতিনিধি, ৮ ডিসেম্বর:
বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার রাজ্য সফরের আগে মুকুল রায়ের বাড়িতে তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্ত। মঙ্গলবার সন্ধ্যায় মুকুল রায়ের সল্টলেকের বাড়িতে যান। সেখানেই দীর্ঘক্ষন মুকুল রায়ের সঙ্গে সময় কাটান তিনি। তবে শীলভদ্র দত্ত এই ঘটনা অস্বীকার করেছেন। তিনি বলেছেন, মুকুল রায়ের সঙ্গে আমার সাক্ষাৎ হয়নি। আমি ওর সঙ্গে আজকে দেখা করিনি। মুকুল রায় কি বলছে আমি জানি না।

শীলভদ্র দত্ত অস্বীকার করলেও রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি আগামীকাল জেপি নাড্ডার হাত ধরেই মুকুল অনুগামী শীলভদ্র দত্ত বিজেপিতে যোগদান করছেন? এবিষয়ে অবশ্য মন্তব্য করেননি বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়। তিনি জানিয়েছেন, ব্যারাকপুরের তৃণমূল সাংসদ তাঁর বহুদিনের সহকর্মী ছিলেন। ব্যক্তিগত যোগাযোগ এখনও তাদের মধ্যে রয়েছে। “সৌজন্যমূলক সাক্ষাত করতেই আমার বাড়িতে শীলভদ্র দত্ত এসেছেন” বলে জানিয়েছেন মুকুল রায়। এরমধ্যে রাজনীতি খোঁজা ঠিক হবে না।

বুধবারই রাজ্য সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তার আগে শীলভদ্র দত্তের সঙ্গে মুকুল রায়ের বৈঠক। আর এই বৈঠককে কেন্দ্র করেই রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে শীলভদ্র দত্তর তৃণমূল ছাড়া নিয়ে।

এই ঘটনা নিয়ে হইচই শুরু হতেই ব্যারাকপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শীলভদ্র জানান, “মুকুল রায়ের সঙ্গে আমার সাক্ষাৎ হয়নি। আমি ওর সঙ্গে আজকে দেখা করিনি। মুকুল রায় কি বলছে আমি জানি না। আপনারা কি কোনও ছবি দেখাতে পারবেন যে আমি মুকুল রায়ের সঙ্গে দেখা করছি। যদি কোনও ছবি আপনাদের কাছে থাকে দেখান, বিশ্বাস করব। হওয়ায় কথা বলে লাভ নেই। তবে মুকুল রায় আমার দাদার মতন। মুকুলদার সঙ্গে ফোনে যোগাযোগ হয়। আমি তৃণমূল করি বলে কি কারুর খোঁজ নিতে পারব না? না কেউ আমার খোঁজ নেবে না? তবে আমি মুকুল রায়ের সঙ্গে দেখা করিনি। এদিন একথাই সাংবাদিকদের বললেন ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *