জে মাহাতো, মেদিনীপুর, ৩০ নভেম্বর:
আগামী ৭ ডিসেম্বর মেদিনীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা সফল করতে বিভিন্ন ব্লকে মিছিল ও পথসভা শুরু করেছে তৃণমূল কংগ্রেস কর্মীরাl আজ পিংলায় ডাকবাংলো মোড় থেকে কালিতলা পর্যন্ত মিছিল হয়েছে। মিছিলে উপস্থিত ছিলেন পিংলার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য কারিগরি ও পরিবেশ দপ্তরের মন্ত্রী ড. সৌমেন কুমার মহাপাত্র। এছাড়া ওই বিধানসভা এলাকার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেনl
মুখ্যমন্ত্রীর সভা সফল করার লক্ষ্যে আজ মেদিনীপুর শহরেও জেলা তৃণমূলের নেতাকর্মীরা মিছিল করে শহর পরিক্রমা করে। মেদিনীপুর শহরের এই মিছিলে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সভাপতি অজিত মাইতি, বিশ্বনাথ পাণ্ডব, প্রসেনজিৎ চক্রবর্তী, নির্মাল্য চক্রবর্তী ও অন্যান্য জেলা নেতৃত্বl দুটি মিছিল থেকেই মুখ্যমন্ত্রীর নির্ধারিত সমাবেশ সফল করার আহ্বান জানানো হয়।