জে মাহাতো, মেদিনীপুর, ৩০ নভেম্বর: ডিসেম্বর মাস জুড়ে পশ্চিম মেদিনীপুর জেলায় টানা কর্মসূচি ঘোষণা করেছেন মন্ত্রিত্ব ছেড়ে আসা শুভেন্দু অধিকারীl এরইমধ্যে ৭ ডিসেম্বর মেদিনীপুর শহরে জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়l তার আগে টানা কর্মসূচি উপলক্ষে শুভেন্দু অধিকারীর ছবি লাগানো ফ্লাক্সে ছয়লাপ হচ্ছে গোটা মেদিনীপুর শহর।
শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব ছাড়ার পর জেলার তৃণমূল কর্মীদের মধ্যে যারা তাঁর অনুগামী বলে পরিচিত তাঁরা দোলাচলে পড়েছেনl দুই মেদিনীপুর জেলায় তাঁর প্রভাব রয়েছে যথেষ্ট। ফলে সংগঠনের যাতে কোনো রকম ক্ষতি না হয় সেজন্য ৭ ডিসেম্বর মেদিনীপুরে জনসভা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়l কয়েকদিন আগে বাঁকুড়ার সভা থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সরকারের পাশাপাশি দলকেও তিনি এবার বেশি করে সময় দিতে চানl ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে মেদিনীপুরের এই জনসভাকেই তাই মুখ্যমন্ত্রীর প্রথম নির্বাচনী জনসভা হিসেবে মনে করা হচ্ছেl
এদিকে শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব ছাড়লেও দল থেকে বেরিয়ে না গিয়ে তিনি দূরত্ব বজায় রেখে বিভিন্ন রকমের সামাজিক কর্মসূচি চালিয়ে যাচ্ছেনl তাই তিনি ঠিক কী করতে চলেছেন তা স্পষ্টভাবে বোঝা না গেলেও তৃণমূলের পক্ষে তা মোটেই শুভ নয়। তাই ৭ ডিসেম্বর মেদিনীপুরের জনসভা থেকেই শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী তাঁর জবাব দিতে পারেন বলে রাজনৈতিক মহল মনে করছেl এই জন্যই মুখ্যমন্ত্রীর এই সভা বর্তমান পরিপ্রেক্ষিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণl
মুখ্যমন্ত্রীর সভা সফল করতে ইতিমধ্যে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী মেদিনীপুরে এসে দলের নেতাদের সঙ্গে আলোচনা করে যথাযথ সব রকম প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেনl সেইমতো রাত দিন এক করে মুখ্যমন্ত্রীর সভার জন্য ঝাঁপিয়ে পড়েছেন দলের জেলা নেতৃত্বl তারই মাঝখানে মেদিনীপুর শহরের মিরবাজার, মল্লিক চক প্রভৃতি এলাকায় সারি সারি লাগানো হচ্ছে শুভেন্দু অধিকারীর ছবি লাগানো ফ্লাক্সl এই নিয়ে জেলা জুড়ে শুরু হয়েছে অন্য জল্পনাl ফ্লেক্সগুলিতে শুভেন্দু অধিকারীর বড় বড় ছবি লাগানো হয়েছে এবং তার পাশে শুভেন্দু অধিকারীকে “মুক্তিসূর্য” উল্লেখ করে “বাংলাতে দাদাকে চাই” লেখা হয়েছেl নিচে মন্ত্রিত্ব ছাড়ার বিষয়টিকে উল্লেখ করে গৌরবের সঙ্গে মুদ্রিত হয়েছে “ক্ষমতার জন্য নয়, মানুষের কাজ করার জন্য আমাদের রাজনীতি।”
মুখ্যমন্ত্রীর সভার আগে শুভেন্দু অধিকারীর অনুগামীদের এই ফ্লেক্স প্রসঙ্গে রাজনৈতিক মহলে নানা রকম জল্পনা দেখা দিলেও শুভেন্দুর অনুগামীরা বলেছেন, সোমবার রাস পূর্ণিমা উপলক্ষে শহরে বহু মানুষের সমাগম হয়ে থাকে, তাদের শুভেচ্ছা জানাতেই এই ফ্লেক্স দেওয়া হয়েছেl একইভাবে দুর্গাপুজো, কালীপুজো এবং ছট পুজোর সময় এরকম ফ্লাক্স দেওয়া হয়েছিল l মুখ্যমন্ত্রীর সভার সঙ্গে এর কোনও সম্পর্ক নেই l