TMC, Smuggling, গাঁজা পাচার করতে গিয়ে ধৃত তৃণমূলের পঞ্চায়েত সদস্য

আশিস মণ্ডল, আমাদের ভারত, রামপুরহাট, ৫ জুলাই: ঠাকুরের ছবির আড়ালে হাত বদলের আগেই বাজেয়াপ্ত করা হল গাঁজা ভর্তি ব্যাগ। গ্রেফতার করা হয়েছে গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য সহ মোট তিনজনকে। ধৃতদের রবিবার রামপুরহাট মহকুমার বিশেষ আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।

শনিবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে রামপুরহাট বাস স্ট্যান্ডে হানা দেয় পুলিশ। কিন্তু গাঁজা পাচারকারীরা পুলিশের নজর এড়িয়ে ১৪ নম্বর জাতীয় সড়কের ধারে মাড়গ্রাম মোড়ের কাছে গাঁজা হাত বদলের জন্য বসেছিল। সেই সময় পুলিশ হাতেনাতে তিনজনকে ধরে ফেলে। ধৃতরা হল রামপুরহাট ১ নম্বর ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের তেঁতুলবাঁধি সংসদ সদস্য লালন শেখ। বাকি দু’জন রবিউল শেখ এবং পরিমল সরকার। রবিউলও নারায়ণপুর অঞ্চলের বাসিন্দা। পরিমল অসমের বাসিন্দা। সে এদিন বহরমপুর থেকে দুটি বড় চটের ব্যাগে গাঁজা নিয়ে আসছিল। শিব, দুর্গা, লক্ষ্মীর ছবির আড়ালে গাঁজা পাচার করা হচ্ছিল বলে পুলিশ জানিয়েছে। সূত্রের মাধ্যমে বিষয়টি জানতে পেরে পুলিশ তিনজনকে আটক করে। দুপুরের দিকে মহকুমা পুলিশ আধিকারিক গোবিন্দ সিকদারের উপস্থিতিতে গাঁজা ওজন করা হয়। দেখা যায় দুটি ব্যাগে ১৬,৮৫৯ কেজি গাঁজা ছিল।

রামপুরহাটের তৃণমূল পঞ্চায়েত সদস্যের মাধ্যমে গাঁজা হাতবদল করার কথা ছিল। সেই মতো লালন শেখ একজন সহকারিকে নিয়ে রামপুরহাটে আসেন। কিন্তু হাত বদল হওয়ার আগেই তিনজনে ধরা পড়ে যান। যদিও লালন বলেন, “আমি প্রতাপপুর মোড়ে দাঁড়িয়েছিলাম। সেখান থেকে পুলিশ ধরে এনে গাঁজার কেস দিচ্ছে। আমি এসবের সঙ্গে জড়িত নই। আমি পঞ্চায়েতের সদস্য নই।”

যদিও তৃণমূলের অঞ্চল সভাপতি মিলন শেখ বলেন, “লালন আমাদের পঞ্চায়েতের সদস্য। দল এসব কাজে কাউকে সমর্থন করে না। আইন আইনের পথে চলবে।”

সিপিএমের জেলা কমিটির সদস্য সঞ্জীব মল্লিক বলেন, “আমরা বার বার বলেছি এই দল দুষ্কৃতীদের দল। এই দলের সিংহভাগ নেতা, কর্মী, সদস্যরা সমস্ত রকম অপরাধ মূলক কাজের সঙ্গে যুক্ত। এখানে যারা সাদা ধুতি পাঞ্জাবী পরে স্বচ্ছ ভাবমূর্তি দেখিয়ে ঘুরে বেড়াচ্ছেন তাদের নজরে কি এসব নেই? কারণ এসব দুষ্কৃতী তাদের দলের সম্পদ।”

বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, “তৃণমূল অপরাধীদের দল। তারা বোম বাঁধবে, গাঁজা বিক্রি করবে, আগ্নেয়াস্ত্র বিক্রি করবে। এসবই ওদের সংস্কৃতি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *