নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২০ জানুয়ারি:
ফের বয়কট। এবার স্বরাষ্ট্রমন্ত্রকের সংসদীয় স্ট্যান্ডিং কমিটির স্টাডি ট্যুর বয়কট করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। যেহেতু তৃণমূল কংগ্রেস নাগরিকত্ব সংশোধনী আইন, এনআরসি এবং এনপিআর সমর্থন করে না, সেই কারণে স্বরাষ্ট্র মন্ত্রকের স্ট্যান্ডিং কমিটির এই স্টাডি ট্যুর বয়কট করেছেন তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ। এই সংসদীয় স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানকে তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং মণীশ গুপ্ত চিঠি দিয়ে তাদের বয়কটের কারণ জানিয়ে দিয়েছেন বলে খবর।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সংসদীয় স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হলেন কংগ্রেস সাংসদ আনন্দ শর্মা। তাঁকে চিঠি দিয়েছেন তৃণমূলের এই দুই সাংসদ। ১৮ জানুয়ারি থেকে শুরু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের উত্তর পূর্ব ভারতের স্টাডি ট্যুর। যা বয়কট করল তৃণমূল কংগ্রেস। ১৬ই জানুয়ারি আনন্দ শর্মাকে চিঠি দিয়ে এই বয়কটের সিদ্ধান্ত জানিয়েছেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং মণীশ গুপ্ত। পাঁচ দিনের সফর ছিল এই স্টাডি ট্যুর। যদিও এবিষয়ে এই মুহূর্তে সরাসরি কোনও মন্তব্য করতে চাননি এরাজ্যের বিজেপি সাংসদরা।