আমাদের ভারত, বনগাঁ, ২০ জানুয়ারি: মহকুমা শাসক ও
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করল বনগাঁ মহকুমা আদালতের আইনজীবীরা। সোমবার সকালে আদালতের শতাধিক আইনজীবী শহর পরিক্রমা করে
আদালতে এসে মিছিলটি শেষ করে৷
জানা গিয়েছে, ১৫ জানুয়ারিআদালতে আইনজীবীদের সঙ্গে মহকুমাশাসকের অফিসের কর্মচারিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনায় দু’পক্ষের কয়েকজন জখম হন। আইনজীবীদের অভিযোগ মারধরে ৫ জন জখম হয়। বনগাঁ থানায় এফআইআর
করা হলেও কেউ গ্রেপ্তার হয়নি৷
বনগাঁ মহকুমা আদালতের সরকারি আইনজীবী সমিতির দাস বলেন, মহকুমা শাসক এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৌভিক ঘোষাল সহ পাঁচজনের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হয়েছে।যতক্ষণ কোনও ব্যবস্থা না নেওয়া হবে আন্দোলন চালিয়ে যাবো।