আমাদের ভারত, ২৫ জুলাই: তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সংসদে অবমাননাকর শব্দ ব্যবহারের অভিযোগ করে সরব হলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। এ ব্যাপারে তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিজের এক্স হান্ডেলে শেয়ার করেছেন।
নিজের এক্স হ্যান্ডেলে অমিত মালব্য লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখে নোংরা কথা। অমিত মালব্যের দাবি, বুধবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় সরকার পক্ষের বেঞ্চকে উদ্দেশ্য করে “বাঁড়া” শব্দটি ব্যবহার করেছেন যার অর্থ ডিক। তিনি আরো লিখেছেন, তৃণমূল সাংসদরা অসভ্য, নিম্নস্তরের গুন্ডা, এরা নর্দমা স্তরের রাজনীতির প্রতীক।
বুধবার বাজেট নিয়ে আলোচনায় মোদী সরকারের সমালোচনা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও কৃষি আইন, নোট বন্দি নিয়ে অধ্যক্ষে সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এই সময়েই পিছন থেকে উঠে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অবমাননাকর মন্তব্যটি করেন বলে অভিযোগ করেছেন অমিত মালব্য।
এর আগেও কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিতর্কে জড়িয়েছেন। গত বছর ডিসেম্বের সংসদের বাইরে তৃণমূল সাংসদরা যখন প্রতিবাদ কর্মসূচিতে বসেছিলেন, সেই সময় উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়কে নকল করে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবার আবার অশ্লীল শব্দ সংসদের ভেতরে ব্যবহার করার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে।