আশিস মণ্ডল, রামপুরহাট, ২৫ জুলাই: মোবাইল চোর সন্দেহে এক যুবককে গাছে বেঁধে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুর থানার কোট গ্রামে। আক্রান্ত যুবকের নাম রমজান শেখ। এই ঘটনায় লালন শেখ নামে এক যুবকের বিরুদ্ধে মল্লারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আহত যুবকের বাবা লালন শেখ।
প্রহৃত যুবক রমজান শেখের বাড়ি কোট গ্রামে। মঙ্গলবার তাকে দক্ষিণগ্রাম থেকে ধরে নিয়ে আসেন গ্রামের লালন শেখ। এরপরেই বাড়ির ভিতর নিম গাছে দু-হাত বেঁধে বেধড়ক মারধর করা হয় বলে বাবা নোসোউদ্দিন শেখের অভিযোগ। তিনি বলেন, “দুপুরে তার ছেলেকে দক্ষিণগ্রাম থেকে তুলে নিয়ে আসে লালন সেখ ও তার পরিবারের লোকজন। এরপর লালন সেখের বাড়িতে নিমগাছে তাকে বেঁধে লাঠি ও লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে। খবর পেয়ে আমরা গিয়ে তাকে উদ্ধার হাসপাতালে পাঠায়।
প্রহৃত রমজান শেখ বলেন, “আমি হাজিপুর যাচ্ছিলাম টোটো চড়ে। লালন দক্ষিণ গ্রামের কাছ থেকে আমাকে নামিয়ে বাড়িতে নিয়ে এসে গাছে বেঁধে মারে। লালনের স্ত্রী, দুই ছেলে এবং দুই অপরিচিত ছেলে আমাকে মারধর করে। ওরা আমাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছিল। আমি মাটিতে লুটিয়ে পরেছিলাম। একটু জল চেয়েছিলাম। কিন্তু জল পর্যন্ত দেয়নি”। পুলিশ এই ঘটনায় একজনকে আটক করেছে।